নিজস্ব প্রতিবেদন : ​সোমবারই সমাধিস্ত করা হবে ওয়াজিদ খানকে। মুম্বইয়ের ভরসোভা সমাধিক্ষেত্রেই শেষ বিদায় জানানো হবে জনপ্রিয় সঙ্গীত পরিচালককে।  হাসপাতালে থেকে সোজা ভরসোভা সমাধিক্ষেত্রেই ওয়াজিদ খানের মৃতদেহ নিয়ে যাওয়া হবে বলে খবর। প্রসঙ্গত ইরফান খানের পর এবার ওয়াজিদ খানকেও সেই একই ভরসোভা সমাধিক্ষেত্রে সমাধিস্ত করা হবে বলে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩ দিন আগে মুম্বইয়ের সুবর্ণ হাসপাতালে ভর্তি করা হয় ওয়াজিদ খানকে।  জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।  চিকিতসা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব।  সোমবার প্রয়াত হন সাজিদ-ওয়াজিদ জুটির এক তারকা। 


আরও পড়ুন : করোনার মারণ থাবা, চলে গেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান


ওয়াজিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।  অমিতাভ বচ্চন থেকে সোনু নিগম, সেলিম মার্চেন্ট, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা ট্যুইট করে শোক প্রকাশ করেন। যতদিন না পর্যন্ত দেখা হচ্ছে আবার, ততদিন পর্যন্ত তিনি ওয়াজিদ খানকে মিস করবেন বলে জানান প্রিয়াঙ্কা চোপড়া।