নিজস্ব প্র্রতিবেদন : কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা দেব। কিন্তু, সেখানে গিয়ে আচমকা এমন পরিস্থিতির সামনে পড়তে হবে, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা। ভাবছেন, কী হল আবার দেবের সঙ্গে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিকিনিতে হট' হিনা, মলদ্বীপে উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী


তাহলে দেখুন এই ভিডিও...


 



ভিডিওতে দেখা যাচ্ছে, দেবের সামনে বসে রয়েছেন বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ। আর সেখানে বসেই দেবের জিন্স সেলাই করে দিচ্ছেন তিনি। বুঝতে পারলেন না তো বিষয়টি?


আরও পড়ুন : অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভাঙার পর করিশ্মা এবার কি করলেন জানেন?
খুলেই বলা যাক তাহলে। রবিবার কালী পুজোর উদ্বোধনে যান সুপারস্টার দেব। তাঁর পরনে ছিল একটি জিন্স। আর তাই দেখেই যেন খেপে যান ঊষা উত্থুপ। দেব কেন 
'ছেঁড়া' জিন্স পরেছেন, তা নিয়ে বকাঝকা শুরু করে দেন এই গায়িকা। এরপর নিজেই উদ্যোগ নিয়ে দেবের জিন্স সেলাই করতে বসে যান তিনি। গোটা ঘটনায় দেব বিরক্ত হননি, উল্টে কান ধরতে দেখা যায় তাঁকে। অর্থাত, বর্ষীয়ান অভিনেত্রীর সামনেই কান ধরে বসেন টলিউড সুপারস্টার। ইন্টারনেটে এই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মজা করেই এই ভিডিও শেয়ার করেন দেব।