নিজস্ব প্রতিবেদন : করণ জহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন ঈশান খটটর এবং জাহ্নবী কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক শশাঙ্ক খৈতানের এই সিনেমার ট্রেলর। মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর অনুকরণে ‘ধড়ক’ কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্সাহ তৈরি হয়েছে। আর এবার মুক্তি পেল ‘ধড়ক’-এর টাইটেল ট্র্যাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দেখুন ‘ধড়ক’-এর সেই গান..


 



টাইটেল ট্র্যাকে যেখানে জাহ্নবীর সৌন্দর্যে যেমন মুগ্ধ হবেন আপনি, তেমনি ঈশানের চোখে হারিয়ে যাবেন আপনি। মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর সঙ্গীত পরিচালক অজয় এবং অতুল-ই ‘ধড়ক’-এর গানের দায়িত্বে। ফলে, ঈশান, জাহ্নবীর এই সিনেমার টাইটেল ট্র্যাকও মুগ্ধ করবে আপনাকে। সেই সঙ্গে রয়েছে অতুল গোগাভ্যালে এবং শ্রেয়া ঘোষালের অসাধারণ গলা। যা আপনাকে ‘ধড়ক’ দেখতে বাধ্য করবে বলেও মনে করছেন ফিল্ম ক্রিটিকরা।