নিজস্ব প্রতিবেদন: মলদ্বীপই তাঁর সবচেয়ে প্রিয় জায়গা। সেই কারণে বার বরা মলদ্বীপে বেড়াতে চলে যান। প্রত্যেকবারের মতো এবারও তার অন্যথা হয়নি। মলদ্বীপকেই নিজের বেড়াতে যাওয়ার প্রিয় জায়গা হিসেবে বেছে নিয়েছেন মন্দিরা বেদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




এবার স্বামী এবং ছেলেকে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছেন মন্দিরা। সেখানে গিয়ে কখনও জলের নীচে আন্ডারওয়াটার ড্রাইভিং করতে দেখা যাচ্ছে তাঁকে আবার কখনও বিকিনি পরে মাঝ সমুদ্রে যোগ করতে দেখা যায় মন্দিরাকে।


আরও পড়ুন : ৩৩-এ ইলিয়ানা, বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী
মলদ্বীপে বেড়াতে গিয়ে মন্দিরা জানান, সকালবেলা উঠে যোগ করে, জলে সাঁতার কেটে, কফি খেয়ে দিন সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। এর আগে কখনও এভাবে সুন্দর করে তিনি সময় কাটাননি বলেও জানান টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক, অভিনেত্রী।


আরও পড়ুন  : পাকিস্তানে যাওয়ার কথা কেন বলছেন? প্রশ্ন সাকিব সালিমের
মলদ্বীপে বেড়াতে গিয়ে মন্দিরা যে ছবি এবং ভিডিয়োগুলি শেয়ার করেন, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে নিয়ে জলে নেমেছেন তিনি। সেখানেই ছেলের সঙ্গে সাঁতার কাটতেও দেখা যায় মন্দিরাকে।
দেখুন মন্দিরা বেদির সেই ছবি এবং ভিডিয়ো...


 








মলদ্বীপে গিয়ে সকাল সকাল জলের নীচে একটি রেস্তোরাঁতেও হাজির হন মন্দিরা। রেস্তোরাঁয় গিয়ে ভিডিয়ো করতেও দেখা যায় তাঁকে। যেখানে তিনি জানান, সমুদ্রের প্রায় ৬ ফুট নীচে রয়েছে এই রেস্তোরাঁ। যেখানকার খাবার এক কথায় অসাধারণ। আপাতত সেই রেস্তোরাঁতেই মধ্যাহ্নভোজনের জন্য মন্দিরা হাজির হয়েছেন বলেও জানান ওই ভিডিয়োতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় তিনি বেড়াতে এসেছেন বলেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানান মন্দিরা বেদী।


আরও পড়ুন : পাকিস্তানই মাতৃভূমি, দাবি আদনান সামির ছেলে আজানের
সিআইডি, কিঁউকি সাস ভি কভি বহু থি, শান্তিসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্দিরা বেদী। ধারাবাহিকের পাশাপাশি টেলিভিশনের একাধিক রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও দেখা যায় তাঁকে।