বেলি ডান্সে ভাইরাল সঞ্জয় কাপুর কন্যা শানায়া
শানায়ার সেই প্রশিক্ষণের ভিডিয়োই নিজের ইনস্টাঅ্যাকাউন্টে পোস্ট করেছেন নৃত্যশিল্পী সঞ্জনা।
নিজস্ব প্রতিবেদন: খ্যাতনামা বেলি ডান্সার ও তাহিতিয়ান নৃত্যশিল্পী সঞ্জনা মথুরেজার কাছে জমিয়ে চলছে প্রশিক্ষণ। মন দিয়ে বাধ্য ছাত্রীর মতো সঞ্জনার দেখানো স্টেপ অনুসরণ করছেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর। শানায়ার সেই প্রশিক্ষণের ভিডিয়োই নিজের ইনস্টাঅ্যাকাউন্টে পোস্ট করেছেন নৃত্যশিল্পী সঞ্জনা।
এমনিতেই বলিউডের তারকা সন্তানরা নাচ, অভিনয় সবকিছু চোখের সামনে দেখে ও শিখেই বড় হন। সুহানা থেকে শুরু করে জাহ্নবী, সারা সকলেই অভিনয় ও নাচের ক্ষেত্রে যথেষ্ঠ প্রশিক্ষিত। কিছুদিন আগে শ্রীদেবী কন্যা জাহ্নবীর পোস্ট করা নাচের ভিডিয়োতে সকলেই মুগ্ধ হয়েছিলেন।
প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেলি ডান্স শিল্পী সঞ্জনা মথুরেজার সঙ্গে সেলফি তুলতেও দেখা গেল শানায়াকে।
প্রসঙ্গত, শানায়া কাপুর কবে বলিউডে পা রাখছেন, এবিষয়ে বাবা সঞ্জয় কাপুরকে প্রশ্ন করা হলে তিনি সম্প্রতি DNA -কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, '' হ্য়াঁ, অবশ্যই ও প্রশিক্ষণ নিয়ে তবেই এই পেশায় আসবে। শানায়া ছোট থেকেই গ্ল্যামার ওয়ার্ল্ডকে সামনে থেকে দেখেই বড় হয়েছেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ও ছবি বানানোটা শিখুক। আর ও ভালো করেই জানে এইটা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ছবি পোস্ট করার মত সহজ কাজ নয়। ''