নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের পর এবার বিজেপির হয়ে প্রচার। বিতর্কে বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। সোমবার সকালে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে নির্বাচনী প্রচার করলেন মহিমা চৌধুরী। এর আগে গত ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছিলেন মহিমা চৌধুরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার, সব্যসাচী দত্তের  সঙ্গে হুডখোলা জিপে করে দমদম পার্ক থেকে শুরু করে যশোর রোড হয়ে দক্ষিনদারি সহ বিভিন্ন এলাকায় প্রচার সারতে দেখা গেল মহিমা চৌধুরীকে।। প্রচারের মাঝেই মহিমা চৌধুরী জানালেন, ''সব্যসাচী দত্তর হয়ে প্রচার করা জরুরি। ওনাকে সমর্থন করাটা জরুরি।সবাইকে বলব,দাদা মেয়র ছিল খুব ভালো কাজ করেছেন ওনাকে সমর্থন করুন।'' 



ছবি- বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে নির্বাচনী প্রচারে মহিমা চৌধুরী



ছবি- তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের হয়ে নির্বাচনী প্রচারে মহিমা চৌধুরী


এদিন সব্যসাচী দত্ত বলেন, ''আমি যখন মেয়র হয়েছিলাম তখনও মহিমা এসেছিলেন আমি যখন যেখানে মহিমা তখন সেখানে। এদিকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের পর এবার বিজেপি প্রার্থীর হয়ে মহিমার ভোট প্রচার নিয়ে জের চর্চা শুরু হয়েছে।