নিজস্ব প্রতিবেদন : পরনে সাদা ফুল স্লিভ পাঞ্জাবি, গলায় দলীয় প্রতীক আঁকা উত্তরীয়। ব্যাকগ্রাউন্ড তখন বিজেপির কর্মী সমর্থকদের 'জয় শ্রীরাম ধ্বনি'। হুগলির চণ্ডীতলা কেন্দ্র ডানকুনি এলাকায় ভোট প্রচার করছিলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আচমকাই সামনে এসে তাঁকে জড়িয়ে ধরলেন এক তরুণী। যশও তাঁকে সরিয়ে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলেন না। হাসিমুখেই গ্রহণ করলেন এই ভালোবাসা। আবার কখনও যশকে দেখে অল্পবয়সীদের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে গেল। আবেগ ধরা রাখতে পারলেন না বয়সে বড় মহিলারাও। তাঁরাও দাঁড়িয়ে গেলেন ছবি তোলার জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার হুগলির চণ্ডীতলা কেন্দ্রের ডানকুনি এলাকায় বিজেপির তারকা প্রার্থী ভোট প্রচারের এমনই কিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে Zee ২৪ ঘণ্টার ক্যামেরায়। এদিন চণ্ডীতলার হিমনগর এর মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন যশ (Yash Dasgupta)। ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার করেন যশ। বিভিন্ন জায়গায় যশকে দেখে সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। 



আরও পড়ুন-প্রচার চলাকালীন Yash-এর গলা টেনে ধরলেন, চুমু খেলেন এক মহিলা, ভাইরাল ভিডিয়ো


প্রসঙ্গত, 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে অরণ্য সিংহ রায়ের ভূমিকায় জনপ্রিয়তার শিখরে পৌঁছোন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। পরবর্তীকালে বড় পর্দাতেও 'গ্যাংস্টার', 'ওয়ান', 'টোটাল দাদাগিরি', 'ফিদা' সহ বহু ছবিতে অভিনয় করেছেন যশ। সম্প্রতি যশের BJP-তে যোগদান ছিল তাঁর অনুরাগীদের কাছে বড় চমক। হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। তৃণমূল কংগ্রেসে স্বাতী খন্দকার ও সিপিআইএমের মহম্মদ সেলিম।