অনসূয়া বন্দ্যোপাধ্যায়: দেবলীনার চরিত্রে দেবলীনা দত্ত (Debolina Dutta)। এক উকিলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। আতিউল ইসলাম পরিচালিত শিশু মনস্তত্ত্ব নিয়ে ছবি। থ্রিলার আঙ্গিকের পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি 'কিশলয়'। কী এমন হলে একটি শিশু আত্মহননের পথ বেছে নেয়? তা নিয়েই এগোবে ছবির গল্প । প্রবল মানসিক চাপ একটি শিশু মন কতদূর সহ্য করতে পারে, শিশুর বাবা মা তাঁকে  কতটাই বা উপলব্ধি করতে সক্ষম হন, সব প্রশ্নের উত্তর খোঁজা হবে ছবিতে। দেবলীনার কথায় ''শ্রীময়ীর মতো এই ছবিতে উকিলের চরিত্রে অভিনয় করব, বেশ এক্সাইটেড। আমি ছাড়াও ছবিতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জী, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখার্জী, বিবেক ত্রিবেদীর মতো শিল্পীরা। ছবির গল্প লিখেছেন তনবীর কাজী। ছবিতে কিছু মন-ছোঁয়া গান তৈরি করেছেন সঙ্গীত পরিচালক অমিত মিত্র ও এম. রহমান।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতারা যখন এক এক করে রাজনীতিতে যোগ দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটা কীভাবে দেখছেন দেবলীনা?


দেবলীনার (Debolina Dutta) মতে, ''এখন রাজনৈতিক সার্কাস চলছে। রাজনীতি করতে গেলে এতদিন একটা ব্যাকগ্রাউন্ড লাগত, এখন রাজনীতি করার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে অভিনেতা হওয়া। রাজনীতিতে ঢোকার রাস্তা এখন এটাই। এটা আমার কাছে খুবই দুঃখজনক ঘটনা। আমি রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন,  কিন্তু কোনওদিন সক্রিয় রাজনীতি করব না। আমি কমিউনিজমে বিশ্বাসী। তবে এই মুহূর্তে আমি কোনও দলকে সমর্থন করি না। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমার কাছে শেষ এক বছর ধরে প্রস্তাব রয়েছে। বিজেপি থেকে বারবার যোগযোগ করা হয়েছে। আমি রাজি না হওয়ায় বিজেপির তরফ থেকে আক্রমণও করা হয়েছে। আমায় ধর্ষণের হুমকি দেওয়ার সময় বরং রাজ্য সরকারের কাছ থেকে আমি নিরাপত্তা পেয়েছি। তখন ভেবেছিলাম, সরকারের তরফ থেকে প্রস্তাব আসবে। সারপ্রাইজিংলি সেটা আসে নি।''


দেবলীনা (Debolina Dutta) আরও জানান, ''কদিন আগে আমি আউটডোর শুটিংয়ে গিয়েছিলাম, রাজ্য পুলিসের তরফ থেকে আমায় নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে বদলে দলে যুক্ত হওয়ার জন্য কোনওরকম জোর করাও হয় নি। নিঃস্বার্থভাবেই সাহায্য করা হয়েছে। তা বেশ ভালো লেগেছে আমার। আর যারা দল থেকে অফার পান নি বলে পিছিয়ে পড়েছেন বলে ভাবছেন, তাঁদের বলি তাঁরা মানসিকতাতেই পিছিয়ে পড়েছেন। আমি আপাতত কাজে মন দিয়েছি। আমার পরের ছবি নিয়ে ভাবছি।''