WB assembly election 2021: ২০১৯ এ হারা কেন্দ্রে জয়ে ফিরতে তারকায় ভরসা Mamata Banerjee-র?
Celeb প্রার্থীতে ভরসা Mamata Bbanerjee?
নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগে পর্যন্তও টলিপাড়ায় ছিল দল বদলের হিড়িক। কেউ গিয়েছেন BJP-তে, তো কেউ আবার TMC-তে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি দুই দলই যে একাধিক তারকা প্রার্থী দেবে তা আশাতীতই ছিল। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত সেটাই হয়েছে।
শুক্রবার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ১৪টি আসনে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। দেখা যাচ্ছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল একটু বেশি মার্জিনে পিছিয়ে ছিল সেই আসনগুলিতেই তারকা প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রগুলিতে তারকা প্রার্থীদের হাত ধরেই মানুষের কাছাকাছি পৌঁছতে চাইছে তৃণমূল।আবার এমনটাও দেখা গিয়েছে, ২০১৯-র লোকসভা নির্বাচনে বেশকিছু বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকা সত্ত্বেও সেই কেন্দ্রগুলিতে তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে ওই কেন্দ্রগুলিতে বাজিমাত করতেই কি এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?
২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভাওয়াড়ি ফল...
বারাকপুর (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়)
বিজেপি ১ লক্ষ ১২ হাজার ৮০০
তৃণমূল ৬৫ হাজার ৩০৪
কৃষ্ণনগর উত্তর (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : কৌশানি মুখোপাধ্যায়)
বিজেপি ১ লক্ষ ১৫ হাজার ৮৭৫
তৃণমূল ৬২ হাজার ৩২৪
আসানসোল দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : সায়নী ঘোষ)
বিজেপি ১ লক্ষ ১১ হাজার ২১
তৃণমূল ৫৭ হাজার ২০১
রাজারহাট (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : অদিতি মুন্সি)
বিজেপি ৭০ হাজার ৮২৮
তৃণমূল ৭০ হাজার ৮৫
ঝাড়গ্রাম (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : বীরবাহা হাঁসদা)
বিজেপি ৮৩ হাজার ৮১২
তৃণমূল ৮২ হাজার ১৬৯
বারাকপুর (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : রাজ চক্রবর্তী)
বিজেপি ৬৪ হাজার ৪৬
তৃণমূল ৬০ হাজার ৫২৭
উত্তরপাড়া (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : কাঞ্চন মল্লিক)
বিজেপি ৭৫ হাজার ৪৩৮
তৃণমূল ৭১ হাজার ৯৪৭
বারাসত (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : চিরঞ্জিত চক্রবর্তী)
বিজেপি ৮৯ হাজার ৪৩৩
তৃণমূল ৯৩ হাজার ২৩
শিবপুর (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : মনোজ তিওয়ারি)
বিজেপি ৬৬ হাজার ৬৪৪
তৃণমূল ৭৫ হাজার ৩৫৫
চণ্ডীপুর (বিধানসভা কেন্দ্র) - (এবারের তারকা প্রার্থী : সোহম চক্রবর্তী)
বিজেপি ৮৪ হাজার ১১০
তৃণমূল ৯৯ হাজার ৫৭৩
আসন্ন বিধানসভা (২০২১) নির্বাচনে তারকা প্রার্থীদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাজিমাত করতে পারেন কিনা এখন সেটাই দেখার।