নিজস্ব প্রতিবেদন: ''আমি মোতিদাকে বলেছি মিথ্যা কথা বলে ভোট চাইবেন না, যেটা পারবেন, সেটাই বলবেন।'' বুধবার, পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মোহিতলাল ঘাঁটির সমর্থনে জনসভায় এমনটাই মন্তব্য করেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মিঠুন বলেন, ''ওদের নির্বাচনের আগে ললিপপ চালু হয়ে গিয়েছে। এই ললিপপ খেলে আবারও ৫ বছর থাকতে হবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জনসভায় মিঠুন চক্রবর্তী বলেন, ''এখানকার প্রশাসন আমাদের কোনও সাহায্য করছে না। এখানে আসার সময় যানজটের কারণে দেরি হয়েছে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। যত ভয় দেখাবেন, আটকাবেন, তত ভিতরে ঢুকবো।'' 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী এদিন সাফ জানান, ''আমাকে ভোটে দাঁড়াতে বলা হয়েছিল, না বলে দিয়েছি। আমি কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। শুধু পশ্চিমবঙ্গের গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি।''



মিঠুন আরও বলেন, ''প্রশ্ন করা হয়েছিল, আমার সভায় এত লোক কেন হয়? আমি বলেছি, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের তারকা আর অনুরাগীর সম্পর্ক নয়, এটা আত্মার সম্পর্ক।'' মিঠুনের কথায়, ''আমি গর্বিত বাঙালি।''