নিজস্ব প্রতিবেদন: ​প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় বাংলার অন্যতম আইকনের হাজিরা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (WB assembly election 2021) জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী। শনিবার রাতে শহরে আসছেন মিঠুন চক্রবর্তী। শনিবার মহাগুরু শহরে আসার পর তাঁকে প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় দেখা যাবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে মিঠুন চক্রবর্তী এবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে তার স্পষ্ট জবাব দেন বিজয়বর্গীয়।


আরও পড়ুন : WB assembly election 2021: Mithun Chakraborty : মৃগয়ায়, ফাটাকেষ্টেও


বিজয়বর্গীয় বলেন, মিঠুন তো বিজেপিতেই (BJP) নেই। যিনি দলের সদস্য নন, তাঁকে কীভাবে মুখ্যমন্ত্রী করার কথা বলা হচ্ছে, তা নিয়ে পালটা প্রশ্ন তোলেন কৈলাস বিজয়বর্গীয়। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের (Mumbai) বাড়িতে হাজির হন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। তখন থেকেই মিঠুনের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়।