নিজস্ব প্রতিবেদন : গোটা পরিবার বনি কাপুরের পাশে। এই কঠিন সময়ে বনি কাপুরকে কেউ ছেড়ে যাবে না। শ্রীদেবীর কাকা বেণুগোপাল রেড্ডির মন্তব্যের প্রেক্ষিতে এবার এভাবেই পালটা মন্তব্য করলেন শ্রীলতার স্বামী সঞ্জয় রামস্বামী। তিনি বলেন, শ্রীদেবীর মৃত্যুর পর কখনওই বনি কাপুরের বিরুদ্ধে কেউ কথা বলবেন না। শুধু তাই নয়, অর্থ কিংবা সম্পত্তি নিয়ে শ্রীলতা মুখ বন্ধ করে রেখেছেন বলে যাঁরা দাবি করছেন, তাঁদের কথাও সঠিক নয়। পরিবারের প্রত্যেকে সব সময় বনি কাপুরের পাশে রয়েছেন বলেও স্পষ্ট জানান সঞ্জয় রামস্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন


শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর কাকা বেণুগোপাল রেড্ডি দাবি করেন, সম্পতি বেশ কিছু সিনেমায় অর্থ বিনিয়োগ করে যে হারে লোকসানের মুখে পড়তে হয়েছিল বনি কাপুরকে, তার জন্য বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে হয় শ্রী-কে। যা তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। মুখে হাসি নিয়ে চললেও, মনে কষ্ট নিয়েই শ্রীদেবীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন বেণুগোপাল। তাঁর ওই মন্তব্যের পর থেকে জোর জল্পনা শুরু হয়। মুখ খোলেন শ্রীদেবীর বোন শ্রিলোতার স্বামী সঞ্জয় রামস্বামী।


আরও পড়ুন : শ্রীদেবীর মৃত্যুতে 'বনি যোগ' নিয়ে বিস্ফোরক শ্রীলতার স্বামী


শ্রীলতার সঙ্গে বিয়ের পর থেকে বেণুগোপাল নামে তাঁদের কোনও কাকাকে তিনি চেনেন না। এমনকী, সস্তায় পাবলিসিটির জন্য বেণুগোপাল রেড্ডি ওইসব মন্তব্য করছেন বলেও দাবি করেন রামস্বামী।