ধর্মেন্দ্রর সঙ্গে `আপত্তিজনক অবস্থায় ধরা পড়লেন` ড্রিম গার্ল!
। কারণটা অবশ্যই, 'বেয়ন্ড দ্য ড্রিম গার্ল'-এর ক্যারিশমা। বুঝলেন না তো?
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। রবিবার ৬৮-তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে হেমা মালিনির জীবন নিয়ে নতুন একটি বই। আর হেমার ওই বই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। 'বেয়ন্ড দ্য ড্রিম গার্ল'-এর বেশ কিছু দাবি নিয়ে যখন বিতর্ক সামনে আসছে, তখন বলিউড নায়িকাকে নিয়ে প্রকাশ্যে এল আরও এক বিস্ফোরক তথ্য।
এবং ধর্মেন্দ্রকে হাতেনাতে ধরেছিলেন মুম্বইয়ের এক জনপ্রিয় পরিচালক। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে ফের জল্পনা শুরু হয়। বলিউড তো বটেই, ধর্মেন্দ্রর সঙ্গে হেমার ছবি দেখে দর্শকদের মধ্যেও জোর গুঞ্জন শুরু হয়।
জানা যায়, শোলে-র শুটিং-এর সময় যখন হেমা এবং ধর্মেন্দ্র কাছাকাছি আসতে শুরু করেন, সেই সময় সঞ্জীব কুমারও নাকি হেমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। শুধু তাই নয়, ওই
সময় সঞ্জীব কুমার নাকি হেমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।
। আর জিতেন্দ্ররঅবস্থায় হাজির হয়েছিলেন ধর্মেন্দ্র। সাতপাকে বাঁধা পড়ার ঠিক আগের মুহূর্তে মদ্যপ ধর্মেন্দ্রকে দেখে চমকে গিয়েছিলেন হেমা মালিনী ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু, ওইদিন হেমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলবেন বলে সময় চেয়ে নেন ধর্মেন্দ্র। আর ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলার পর পরই সিদ্ধান্ত বদল করেন হেমা মালিনী। জিতেন্দ্রকে বিয়ে করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তারপরেরটা অবশ্যই ইতিহাস।