নিজস্ব প্রতিবেদন : বলিউডে স্বজনপোষণের অভিযোগ যখন উঠছে, তখন অন্যতম যে নামটি সামনে আসে, তিনি হলেন রণবীর কাপুর। 'কাপুর পরিবার'এর দৌলতে বংশ পরম্পরায় অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। তিনি পরিবারের চতুর্থ প্রজন্ম হিসাবে অভিনয়ে এসেছেন। আর পরিবার সূত্রে অভিনয়ে আসার কথা নিজেও স্বীকার করে নিয়েছিলেন আর কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'জগ্গা জাসুস'-এর প্রচারের সময় রণবীরের সামনেই উঠে এসেছিল স্বজনপোষণের প্রসঙ্গ। উত্তরে রণবীর কাপুর স্বজনপোষণ, বা বংশানুক্রমে অভিনয়ে আসার কথা স্বীকারও করে নিয়েছিলেন। বলেছিলেন, ''স্বজনপোষণ সর্বত্র রয়েছে, হয়ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বেশি করে রয়েছে। আমি নিজেই এর সৃষ্টি। এক্ষেত্রে আমার দাদু (রাজ কাপুর) কঠোর পরিশ্রম করেছে। আর তাঁর জন্যই আমার বাবা সহজেই সুযোগ পেয়েছে। আমার সন্তানরাও যাতে সুযোগ পায়, তার জন্য আমিও পরিশ্রম করব। আমি চাইব, আমার সন্তানরা সুযোগ পাক। আর স্বজনপোষণ, বংশানুক্রমে পেশায় আসা, সেটা অবশ্যই রয়েছে, আর অস্বীকার করার জায়গা নেই। তার উদাহরণ আমি নিজেই।''


আরও পড়ুন-টলিউডে স্বজনপোষণের অভিযোগ, তিনিও কি বঞ্চিত! কী বললেন সুদীপ্তা চক্রবর্তী?



আরও পড়ুন-মানসিকভাবে সুস্থ থাকতে টুইটার ছাড়লেন সোনাক্ষী


তবে রণবীরের কথায়, ''স্বজনপোষণ, বংশানুক্রমে পেশায় আসার একটা অসুবিধাও রয়েছে। আমি যেমন আমার পরিবারের জন্য সুযোগ পেয়েছি। তবে এজন্য তুমি যদিও সফলও হয়, তাহলেও সেই কৃতিত্ব পাবেন না, কারণ সকলে সেই সাফল্যের দিকেই তাকিয়ে থাকবে। বলবে পরিবারের সূত্রে পেয়েছি।''


রণবীর আরও বলেন, ''আমি আমার পরিবারের সূত্রে বহিরাগতের থেকে বেশি সুযোগ পেয়েছি, এটা সত্যি। সুযোগ পেয়েছি এর জন্য কৃতজ্ঞ, তবে এর সুযোগ আমি নিতে চাই না। নিজেকে আমি আরও বেশি করে প্রমাণ করতে চাই, সেরাটা উজাড় করে দিতে চাই।''