নিজস্ব প্রতিবেদন : ​সোনচিড়িয়ার শ্যুটিংয়ের সময় সহঅভিনেত্রীর সামনে 'নাগিন ডান্স' করেন সুশান্ত সিং রাজপুত। প্রয়াত অভিনেতার সেই পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে ভূমি পেদনেকরের সঙ্গে একটি নৌকায় চড়ে যেতে দেখা যায় সুশান্ত সিং রাজপুতকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন সেই ভিডিয়ো...


 



এদিকে ১৪ জুন সুশান্ত আচমকা কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল। আত্মহত্যার আগের দিন অর্থাত ১৩ জুন প্রযোজক রমেশ তুরানি এবং পরিচালক নিখিল আদবাণীর সঙ্গে কথা বলেন সুশান্ত। পরবর্তী সিনেমা নিয়েই বলিউডের পরিচালক, প্রযোজকের সঙ্গে সুশান্তের কথা হয়। পরের সিনেমার জন্য যখন কথা বলেন সুশান্ত, তার পরদিনই কীভাবে নিজের জীবন শেষ করে দিতে পারেন অভিনেতা! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


আরও পড়ুন : দিদিরাই তাঁর জীবনের শিক্ষক, সুশান্তের পুরনো ভিডিয়ো শেয়ার করে আবেগপ্রবণ শ্বেতা


অন্যদিকে বৃহস্পতিবার সুশান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মুম্বই পুলিস, বিহার পুলিস, সিবিআই, ইডি, সুশান্তের পরিবার সব পক্ষকেই বৃহস্পতিবার উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে শুনানির সময় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।