জানেন কে জ্যাকলিনের পছন্দের `কা`?
১ এপ্রিল মুক্তি পেতে চলেছে আর বাল্কির `কি অ্যান্ড কা`। এই ছবির প্রোমোশনের জন্য অর্জুন কাপুরের বিশেষ আয়োজন সোশ্যাল মিডিয়ায় সেলফি ক্যাম্পেন। এই ক্যাম্পেনে সকলেই সেলফি পোস্ট করেছেন তাঁদের পছন্দের `কি` অথবা `কা`-এর সঙ্গে। এখানেই নিজের পছন্দের `কা`-এর সঙ্গে সেলফি দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জানেন কে জ্যাকলিনের পছন্দের `কা`?
ওয়েব ডেস্ক: ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে আর বাল্কির 'কি অ্যান্ড কা'। এই ছবির প্রোমোশনের জন্য অর্জুন কাপুরের বিশেষ আয়োজন সোশ্যাল মিডিয়ায় সেলফি ক্যাম্পেন। এই ক্যাম্পেনে সকলেই সেলফি পোস্ট করেছেন তাঁদের পছন্দের 'কি' অথবা 'কা'-এর সঙ্গে। এখানেই নিজের পছন্দের 'কা'-এর সঙ্গে সেলফি দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জানেন কে জ্যাকলিনের পছন্দের 'কা'?
টুইটারে জ্যাকলিন নিজের পছন্দের 'কা'-এর ছবি দিয়েছেন তিনি আর কেউ নন, জ্যাকলিনের হেয়ার স্টাইলিস্ট শম্মু। ছবির নীচে লিখে দেন পছন্দের কারণও। শম্মু মোটেও তাঁকে 'কি'-এর মতো দেখেন না। তাই শম্মুই জ্যাকলিনের পছন্দের 'কা'।