`খিলাড়ি` অক্ষয়ের সঙ্গে সেদিনের এই পুঁচকেই আজকের `ম্যাচো হিরো`!
একজন তখন বলিউডে পা রেখে ফেলেছেন। আরেকজন তখন বলিউডের ছবি গিলছে। বিশেষ করে অক্ষয় কুমারের ছবি। বলিউডের `বাজিরাও` হয়ে ওঠা তখন তাঁর ঢের দেরি। সেইসময়ই তোলা ছবিটা। কি চিনতে পারলেন?
ওয়েব ডেস্ক : একজন তখন বলিউডে পা রেখে ফেলেছেন। আরেকজন তখন বলিউডের ছবি গিলছে। বিশেষ করে অক্ষয় কুমারের ছবি। বলিউডের 'বাজিরাও' হয়ে ওঠা তখন তাঁর ঢের দেরি। সেইসময়ই তোলা ছবিটা। কি চিনতে পারলেন?
'খিলাড়ি' অক্ষয়ের সঙ্গে কিশোর রণবীর সিং। সালটা ১৯৯০। সেইসময়ই অক্ষয়ের সঙ্গে দেখা হয় কিশোর রণবীরের। তোলা হয় এই ছবিটি। ছবিটি দেখলে কেউই বুঝতে পারবেন না, যে সেদিন সেই কিশোরই পরবর্তীতে জাতীয় পুরস্কার পাওয়া 'বাজিরাও' রণবীর। আজ টুইটারে ছবিটি শেয়ার করেন রণবীর। সেইসঙ্গে জানান, ছোটবেলায় তিনি কতটা অক্ষয়ের ফ্যান ছিলেন।