ওয়েব ডেস্ক : সারোগেসি এবং গ্ল্যামার ভারতে এখন প্রতিশব্দের মতো। যে দেশে তারকারা ভগবানের ন্যায়, যেখানে সুপ্রিম কোর্ট সারোগেসিকে লিগাল মেডিক্যাল প্রক্রিয়া বলে সেখানে সারোগেসি পাবলিসিটি আর গ্ল্যামারের সমার্থক হবে তা বলাই বাহুল্য। আর এবার এটাকেই বোধহয় ট্রেন্ড করল বলিউড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বলিউড অভিনেতা তুষার কাপুর সিঙ্গল পেরেন্ট হয়েছেন সারোগেট চাইল্ডের মাধম্যে। কাপুর পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন লক্ষকে। কিন্তু তুষার কাপুরই প্রথম নন যিনি এই পথে হেঁটেছেন। শাহরুখ খান থেকে আমির বলিউডের এ-লিস্টেড তারকারা অনেকেই আশ্রয় নিয়েছেন সারোগেসির। আরিয়ন ও সুহানার পর কিং খান ঘরে এনেছেন আব্রামকে। SRK স্বীকার করেছেন আব্রাম তাদের জীবন বদলে দিয়েছে।


তবে আব্রামের আগমন কি শুধুমাত্র সন্তানের চাহিদা মেটাতেই?


শাহরুখ-গৌরীর ক্ষেত্রে বোধহয় সেটাই একমাত্র কারণ নয়। তাদের বিয়ের বাঁধন আলগা হচ্ছিল, তার ফাঁকে যেকোন সময় গলে পড়তেই পারতেন প্রিয়াঙ্কা চোপড়া। এমন সময় আব্রামই কি ছিলনা সম্পর্কের নতুন উত্তেজনা? এই সরোগেট সন্তানই টিকিয়ে রাখল তাদের গোল্ডেন কাপলের তকমা। একই কারণের পুনরাবৃত্তি সোহেল খানের ক্ষেত্রে। নির্বাণই তাদের সম্পর্কে থাকার অন্যতম কারণ। আমির খান ও কিরণ রাওয়ের কারণটা অবশ্য আলাদা। কিরণের বহু শারীরিক সমস্যার পর তারা আজাদকে আনেন সারোগেসির মধ্যে দিয়েই। তবে একথা অস্বীকার করার জায়গা নেই, বলিউডে তারকাদের লাইমলাইটে আসার সহজ উপায়গুলোর মধ্যে একটা সারোগেসি। এই প্রক্রিয়া খরচ সাপেক্ষ, তাই এগোননা সাধারণ মানুষ। সে যাই হোক বলিউড তারকাদের এই পদক্ষেপ দেশকে ট্যাবু মুক্ত করতে সাহায্য করবে অনায়াসেই।