ওয়েব ডেস্ক: সত্যিই কি মল্লযুদ্ধে সুলতানকে হারিয়ে দিলেন মহাবীর সিং ফোগত? ১১ দিন পরে বক্স অফিস রিপোর্ট তো তাই-ই বলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আমির ভার্সাস সলমন। দ্বন্দ্বযুদ্ধটা এবার বালির ময়দানে মল্লযুদ্ধ। সুলতান আগেই সাম্রাজ্যবিস্তার করে ফেলেছেন ঈদে এসে। ৫০ কোটি টাকা বাজেটের ছবি ৩০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা পেরিয়ে অলটাইম ব্লকবাস্টার লিস্টে জায়গা করে নিয়েছে। কিন্তু আমির খান ওস্তাদিটা দেখালেন শেষ রাতে। ২৩ ডিসেম্বর দঙ্গল মুক্তি পাওয়াব প্রথম দিনটা একটু ম্যাড়মেড়ে ছিল। কিন্তু ওয়র্ড অফ মাউথ পাবলিসিটি আর ক্রিটিক রিভিউ, দুটোই এমন অভিঘাত তৈরি করেছে যে, ৬ দিনেই সারা দেশে কা লেকশন ১৭৮.৯৮ কোটি টাকা! কিন্তু তাতেও সুলতানকে ছাপিয়ে যেতে পারেনি দঙ্গল। কারণ, ৬ দিনে সুলতা নের কালেকশন ছিল ১৯৫.৯০ কোটি টাকা। কিন্তু ষষ্ঠ দিনে দঙ্গল-এর কালেকশন হয়েছিল ২১ কোটি টাকা, আর সুলতানের? ১৬ কোটি। অর্থাৎ ৫ কোটি টাকা কম!


 


অর্থাৎ ষষ্ঠ রাউন্ড থেকেই চাকা ঘুরতে শুরু করেছে দঙ্গল-এর দিকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই হারে কালেকশন বাড়তে থাকলে অচিরেই সলমন খানের রেকর্ড গুঁড়িয়ে দেবেন আমির খান। তিনি যেন ঘোষণা করেই দিয়েছেন, মল্লযুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!