নিজস্ব প্রতিবেদন :  জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য আর নেই। শনিবার দিল্লিতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাঁকে দিয়েছিলেন, তবে শেষরক্ষা হল না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে 'হিচকি' ছবিতে দেখা যায় লীনা আচার্যকে। এবছরের শুরুতে ওয়েব শো 'ক্লাস অফ ২০২০'তে দেখা যায় লীনাকে। টেলি শো 'শেঠজি আপকে আ জানে সে', 'মেরি হানিকারক বিবি'তে অভিনয় করেছিলেন তিনি। 


লীনা আচার্যের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তাঁর সহ-অভিনেতা-অভিনেত্রীরা। কেউ আবার লীনার সঙ্গে হওয়া শেষ হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেছেন।


আরও পড়ুন-শুভশ্রীতে মজে রাজ, অভিনেত্রী ব্যস্ত ছেলে যুবানকে নিয়েই





প্রথমে রটে গিয়েছিল করোনা আক্রান্ত হয়ে গিয়ে লীনা আচার্যের মৃত্যু হয়েছে। তবে পরে তাঁর পরিবারের তরফে জানানো হয় লীনার মৃত্যু হয়েছে কিডনি বিকল হয়ে।


আরও পড়ুন-ফের তালা ঝুলল প্রিয়া, প্রাচী সহ কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন হলগুলিতে