নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে গুরুতর চোট পান তিনি।  পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর চিকিৎসক ছেলের তত্ত্বাবধানেই তিনি ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুর ৩.৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অতীন বাবুর অমর সৃষ্টি গুলির মধ্যে অন্যতম 'নীলকণ্ঠ পাখির খোঁজে', 'অলৌকিক জলযান', 'ঈশ্বরের বাগান', 'মানুষের ঘরবাড়ি', 'পঞ্চযোগিনী'- উপন্যাস গুলি অন্যতম। এছাড়াও রয়েছে 'দেবী মহিমা', 'দ্বিতীয় পুরুষ, 'মানুষের হাহাকার', 'দুঃস্বপ্ন', 'উপেক্ষা', 'ঋতুসংহার', 'নগ্ন ঈশ্বর', 'নীল তিমি', 'একটি জলের রেখা' সহ তাঁর একাধিক লেখা মন ছুঁয়ে যায়। তিনি তাঁর সাহিত্য কীর্তির জন্য ২০০১ সালে সাহিত্য অকাদেমি সহ একাধিক পুরস্কার পান ( ৫০টি গল্পের জন্য) এছাড়াও  মানিক স্মৃতি পুরস্কার (১৯৫৮) সমুদ্র মানুষ এর জন্য, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার (১৯৯১), ভুয়াল্কা পুরস্কার (১৯৯৩) পান পঞ্চযোগিনী এর জন্য, বঙ্কিম পুরস্কার (১৯৯৮) দুই ভারতবর্ষ এর জন্য। এছড়াও পেয়েছিলেন মতিলাল পুরস্কার, তারাসঙ্কর স্মৃতি পুরস্কার, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে)



সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া বাংলা শিল্প ও সাহিত্য জগতে।