`কিসিং কিং` নয় এই তথ্যগুলো জানলে ইমরান হাসমিকে অন্য রকম লাগবে
ইমরান হাসমির কথা এলেই সবাই একেবারে শুরুতেই বলেন অনস্ক্রিনে তাঁর চুমুর দৃশ্যের কথা। পর্দার আজহার ইমরানের অন্য নামই হয়ে গিয়েছে কিসিং কিং। আসলে সেই মল্লিকা শেরওয়াত থেকে কঙ্কনা রানওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ। ইমরানের সিনেমা মানেই সুন্দরী নায়িকাদের সঙ্গে চুম্বনের দৃশ্য থাকবেই। সেই ইমারন হাসমিকে নিয়ে এই কথাটা জানলে অবাক হবেন।
অনস্ক্রিনে কোনও মহিলাকে চুমু খেলে ইমরান হাসমি তাঁর স্ত্রীকে একটা ব্যাগ উপহার দেন। ইমরান নাকি তাঁর স্ত্রীকে বলেন, এই ব্যাগে করে তোমার জন্য ভালবাসা নিয়ে এসেছি। যদিও এক সাক্ষাত্কারে ইমরান হাসমি বলেছিলেন, ''না, না প্রতি চুম্বন দৃশ্যের জন্য নয়। নতুন সিনেমা সাইন করলেই আমি আমার স্ত্রীকে একটা ব্যাগ উপহার দিই। কারণ ও ব্যাগ খুব পছন্দ করে।' '
এ কথা তো জানেন ইমরান হাসমির ছেলের ৪ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে। সেটা অবশ্য সেরে যায়। তবু ইমরান বলেন, তিনি সবসময় তাঁর ছেলেকে হারানোর ভয়ে থাকেন।
ইমরানের হাসমির মা মাহেরা হাসমি ক্যান্সারে মারা যান। মাহেরা মুকেশ ও মহেশ ভাটের শালী ছিলেন।