নিজস্ব প্রতিবেদন : ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন তিনি। পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে সুশান্ত সিং রাজপুতের বিপরীতেই বি টাউনে ডেবিউ করছেন সইফ কন্যা সারা আলি খান। কিন্তু, ‘কেদারনাথ’-এর শুটিংয়ের আগে সইফ কন্যা সারা কেমন ছিলেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আলিয়ার সামনে সিদ্ধার্থ, প্রাক্তনের সামনে পড়ে কি করলেন নায়িকা!


তাহলে দেখুন এই ছবি..





সারাকে দেখে বিশ্বাস হল না তো? ভাবছেন, তন্বী সুন্দরী সারা কীভাবে ওরকম পৃথুলা ছিলেন? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু, বলিউডে হাজির হওয়ার আগে এমনই ছিলেন সারা। যাঁকে দেখে পরথমে চিনতে পারবেন না আপনি।


আরও পড়ুন : সলমনের পছন্দের ওয়ারিনার সঙ্গে আয়ুষের ছবি 


এদিকে পরিচালক করণ জহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে ডেবিউ করার কথা ছিল সইফ কন্যার। কিন্তু, শোনা যায়, করণ-এর সঙ্গে সইফের প্রথম স্ত্রী করিনা কাপুর খানের সখ্যতা থাকায়, ধর্মা প্রোডাকশনকে না কর দেন সারার মা অমৃতা সিং। শুধু তাই নয়, সলমনের খানের ডাকেও সারা দেননি সারা। আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করার জন্য সারার ডাক পড়লেও, তাতে সাড়া দেননি সইফ কন্যা। যা নিয়ে বেশ অসন্তুষ্ট হন সলমন।


প্রসঙ্গত, আয়ুষ শর্মার বিপরীতে এবার দেখা যাবে ওয়ারিনা হুসেনকে। ‘লাভরাত্রি’ দিয়েই বলিউডে ডেবিউ করবেন মধ্যপ্রাচ্যের ওই মডেল।