নিজস্ব প্রতিবেদন : বড় হয়ে কী হতে চাও? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ কিশোর-কিশোরীই ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী কিংবা পাইলট হওয়ার স্বপ্নের কথাই বলে থাকে। তবে কিশোরী 'ভানুমতী' স্বপ্ন দেখেছিল জাদুকরী হওয়ার। আর নিজের পরিবার সূত্রেই 'জাদু' দেখানোর পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখেছিল সে। আর জাদুকরী ভানুমতীর সেই গল্প নিয়েই জি বাংলাতে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'ভানুমতীর খেল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুন্দরী জাদুকরী ভানুমতী, যে কিনা বেলুনকে নিমেষে বানিয়ে দিতে পারে আপেল কিংবা পায়রাকে বানিয়ে দিতে পারে আস্ত একটা ডিম। আর এধরণের খেলা দেখাতে গিয়েই ভানুমতীর আলাপ হবে বিখ্যাত জাদুকর মহেন্দ্র সরকারের ছেলে মেঘরাজের সঙ্গে। আর জাদুই ভানুমতী ও মেঘরাজকে কাছাকাছি আনবে। 


কিন্তু কীভাবে?


এটা জানতে হলে আগামী ৮ জানুয়ারি থেকে সন্ধে ৭টার সময় চোখ রাখতে হবে জি বাংলার নতুন ধারাবাহিক 'ভানুমতীর খেল'-এ।



আরও পড়ুন- 'কেশরী' লুকে চমকে দিলেন অক্ষয়