`জাদু কড়াই` বদলে দিল রাহুলের জীবন! দেখুন কীভাবে...
এই জাদু কড়াইয়ের গল্প নিয়েই জি বাংলা অরিজিনালসে আসছে `জাদু কড়াই`।
রণিতা গোস্বামী : বিক্রম সেন জমিদার বংশের ছেলে। তবে তাঁদের সেই জমিদারি আর নেই। অগত্যা, কলকাতার ঐতিহাসিক সংগ্রহশালায় অ্যাকাউন্টেট হিসাবে কাজ শুরু করে বিক্রম। তবে তাঁর সে কাজে মন নেই। তাঁর রান্নার খুব শখ, সেফ হতে চায় বিক্রম। নামকরা রাঁধুনি হতে চায় সে, খুলতে চায় রেস্তোরাঁ। তবে সে আর হচ্ছে কই! তবে হঠাৎ বিক্রমের জীবন বদলে যায়। তার হাতে আসে জাদু কড়াই। আর তাতেই বদলে যায় বিক্রমের জীবন। এই জাদু কড়াইয়ের গল্প নিয়েই জি বাংলা অরিজিনালসে আসছে 'জাদু কড়াই'। আগামী ১৯ মে জি বাংলায় দেখা যাবে ছবিটি।
আরও পড়ুন-পোকেমন নাকি গেমস অফ থ্রোনসের চরিত্র! প্রিয়াঙ্কাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানান মিম
সম্প্রতি মুক্তি পেয়েছে জাদু কড়াই ছবির ট্রেলার।
জাদু কড়াই ছবিটির পরিচালনা করেছেন মেঘদূত রুদ্রকে। ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন মেঘদূত রুদ্র নিজে। ছবিটির সম্পাদনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। ক্যামেরা করেছেন শুভদীপ দে, প্রযোজনা করেছে ত্রিপদ এন্টারটেইনমেন্ট।
আরও পড়ুন-চলচ্চিত্রে নয়, স্থির চিত্রের গল্পে নায়িকা প্রিয়াঙ্কা সরকার, দেখুন...