নিজস্ব প্রতিবেদন: অবশেষে প্রহর গোনার পালা শেষ। গতকাল অর্থাৎ রবিবার রাতেই শেষ হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো জি বাংলা সারেগামাপা-র গ্রান্ড ফিনালে। সেরার শিরোপা পেয়েছেন উত্তর ২৪ পরগনার অঙ্কিতা ভট্টাচার্য।সারেগামাপা-২০১৯ এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারকদের বেছে নেওয়া চূড়ান্ত ছয় প্রতিযোগীরা ছিলেন অঙ্কিতা ভট্টাচার্য, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক, গৌরব সরকার, সুমন মজুমদার ও প্রীতম রায়। তাঁদের মধ্যে থেকেই শ্রোতা এবং বিচারকের মন জিতে সেরার শিরোপা পেয়েছেন অঙ্কিতা। তাঁর সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সকলে। যুগ্ম দ্বিতীয় হয়েছেন গৌরব এবং স্নিগ্ধজিৎ। যুগ্ম তৃতীয় প্রিতম এবং নোবেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'দম মারো দম হরে কৃষ্ণ হরে রাম' গানটা গাইতে পারব তো? বুদ্ধিজীবীদের প্রশ্ন আশার


গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল জি বাংলার প্ল্যাটফর্মে একদল তুর্কির পথ চলা। এরপরই শুরু টানা ৯ মাসের সুরের লড়াই। স্বাভাবিকভাবেই প্রতিযোগীরা জানাচ্ছেন তাঁরা মিস করবেন এই জার্নিটা। তবে চূড়ান্ত ফলাফল শেষে কী বলছেন শ্রোতারা? অঙ্কিতার সাফল্যে খুশি অনেকেই। তবে অনেকই চাইছিলেন নোবেলকে। তাই চূড়ান্ত পর্বে এসেও নোবেলের খানিকটা পিছিয়ে তৃতীয় হওয়ায় মন খারাপ শ্রোতাদের। দুই বাংলা জুড়েই বেশ জনপ্রিয় বাংলাদেশের নোবেল। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ভিঞ্চি দা' ছবিতে প্লেব্যাক করেছেন নোবেল।