ওয়েব ডেস্ক : পানামা পেপার্স কাণ্ডে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি-র দাবি, যে কোম্পানিগুলির সঙ্গে তাঁর যোগাযোগের কথা বলা হচ্ছে সেই সংস্থা  সম্পর্কে তিনি কিছুই জানেন না। কিন্তু জি মিডিয়ার তদন্তে এবিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী সেই তথ্য ?


তদন্তে জানা গেছে, যে সময় এই কোম্পানিগুলি তৈরি হয়, তখন অমিতাভের সব ব্যবসা এবং আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন তাঁর ভাই অজিতাভ বচ্চন। জি মিডিয়া তদন্তে জানতে পেরেছে, সেসময় দেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারও বিপুল পরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার করেছিল।  এই আর্থিক লেনদেনের জন্য অমিতাভ বচ্চন লন্ডনের এক আইনজীবী সারোশ জাইওয়ালার পরামর্শ নেন বলেও জানা গিয়েছে। নিজের  সংস্থার ওয়েবসাইটে সারোশ জাইওয়ালা  জানিয়েছেন, তিনি অমিতাভ বচ্চন এবং গান্ধী পরিবারের মত মক্কেলদের জন্য কাজ করেছেন।