২৮ নভেম্বর থেকে Zee5এ আসছে `নকশালবাড়ি`, টিজারে দেখা মিলল তারই কিছু ঝলক
নকশালবাড়িতে রয়েছেন রাজীব খান্ডেলওয়াল, টিনা দত্ত, সত্যদীপ মিশ্র, সৃজিতা দে-র মত অভিনেতা, অভিনেত্রীরা।
নিজস্ব প্রতিবেদন : মুক্তি পেল Zee5 অরিজিনালের ওয়েব সিরিজ 'নকশালবাড়ি'র টিজার। নক্সালবাড়িতে রয়েছেন রাজীব খান্ডেলওয়াল, টিনা দত্ত, সত্যদীপ মিশ্র, সৃজিতা দে-র মত অভিনেতা, অভিনেত্রীরা।
টিজারে নকশালবাড়ি আন্দোলনের পিছনে সত্য উন্মোচনের জন্য ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এক এসটিএফ এজেন্টকে। এসটিএফ এজেন্টের বেশে রাজীব খান্ডেলওয়ালকে বেশকিছু প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''ওরা বলে আমাদের জগত অত্যাচার ও বৈষম্যের কারণে তৈরি, কিন্তু বিচারের নামে হাতে অস্ত্র তুলে নেওয়া কি ঠিক?'' এসটিএফ এজেন্ট রাজীবকে আরও বলতে শোনা যাচ্ছে, ''এখন থেকে আমরাও এই যুদ্ধে সামিল। যুদ্ধ কখনও শেষ রাস্তা হতে পারে না। তবে যতক্ষণ না এই যুদ্ধ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এই যুদ্ধে থাকব।''
টিজারে উঠে এসেছে STF-এর সঙ্গে নক্সালবাড়ি আন্দোলনে সঙ্গে যুক্ত ব্যক্তিদের গোলাগুলি, লড়াইয়ের গল্প...
শেষপর্যন্ত এই লড়াই কী থামবে? তা জানতে হলে ২৮ অক্টোবর থেকে Zee5 এ দেখতে হবে 'নকশালবাড়ি' ওয়েব সিরিজ। তার আগে ওয়েব সিরিজের গল্পের কিছু ঝলক দেখা গেল টিজার।