ওয়েব ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের ৩ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা হল। শারীরিকভাবে হেনস্থার একটি মামলায় শুক্রবার তাঁর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।


জানেন ‘বাগি টু’ ছবিতে অভিনয়ের জন্য কত কেজি ওজন বাড়িয়েছেন টাইগার শ্রফ?


‘গ্যাংস্টার’ খ্যাত গায়ক জুবিন গর্গ ২০১৩ সালে জনসমক্ষে ধূমপান করার জন্য এক নাবালককে থাপ্পড় মারেন। ছেলেটির বাবা অরূপ বোরবোরা একজন নামকরা আইনজীবী। ছেলেকে থাপ্পড় মারার জন্য তিনি জুবিন গর্গের নামে থানায় অভিযোগ জানান। ২০১৩ সালে পুলিস জুবিনকে গ্রেফতারও করে। পরে যদিও তিনি জামিনে ছাড়া পেয়ে যান। ৪ বছর আগেকার সেই মামলায় শুক্রবার জুবিনের ৩ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


১০০ কোটির মাইলস্টোন পেরিয়ে গেল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’