নিজস্ব প্রতিবেদন: ২ সপ্তাহের মধ্যেই করোনা প্রতিষেধকের প্রথম ব্যাচ আনতে চলেছে রাশিয়া। সারা বিশ্বের কাছে প্রধান শত্রু এখন নোভেল করোনাভাইরাস। সে ভাইরাস নিধনের অস্ত্র পেয়ে গিয়েছে রাশিয়া, অন্তত এমনটাই আশা পুতিন প্রশাসনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক "স্পুটনিক V" এর রেজিস্ট্রেশন করিয়েছে রাশিয়া। অনেক দেশই মুখিয়ে রয়েছে রাশিয়ার ভ্যাকসিন নেওয়ার জন্য। একথা আগিয়ে জানিয়েছিলেন সে দেশের ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান ডমিত্রেভ। এবার স্বাস্থ্যমন্ত্রী মিখাই মুরাস্কো জানিয়ে দিলেন প্রথম ব্যাচ আসছে ১৫ দিনের মধ্যেই।


আরও পড়ুন: কোনও বিরূপ প্রভাব নেই! ভারতের করোনার টিকা Covaxin-এর ট্রায়ালে মিলল অভূতপূর্ব সাফল্য!


গামালেয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ভ্যাকসিন। সে দেশের ২০ শতাংশ চিকিৎসদের মধ্যে ইতিমধ্যেই করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে।  মুরাস্কো মনে করেন তাঁদের ভ্যাকসিন নেওয়ার কোনও প্রয়োজন নেই। যদিও তাঁরা ভ্যাকসিন নেবেন কি না তা সম্পূর্ণ নির্ভর করবে তাঁদের সিদ্ধান্তের উপর। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।


প্রত্যাশিত ভাবেই রাশিয়ার নাগরিকদের আগে প্রাধান্য দিতে চলেছে সে দেশের সরকার। তবে অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে ভ্যাকসিন বিদেশে পাঠানোর কথাও ভাবছে রাশিয়া। এমনও ইঙ্গিত মিলেছে মুরাস্কোর তরফে।