DRDO`s 2DG করোনার ওষুধ : কারা খাবেন? কারা খাবেন না? বিস্তারিত জানাল সংস্থা
2DG এর প্রতি sachet-র দাম ৯৯০ টাকা
নিজস্ব প্রতিবেদন: বাজারে আসছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (DRDO's 2DG) তৈরি 2DG করোনার ওষুধ। দামও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্র। 2DG এর প্রতি sachet-র দাম ৯৯০ টাকা। সংস্থার দাবি, করোনা রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে এই ওষুধ। কারা ব্যবহার করতে পারবেন আর কারা পারবেন না, মঙ্গলবার সংস্থার তরফে টুইটে তা বিস্তারিত জানিয়ে নির্দেশিকা দেওয়া হয়।
কাদের দেওয়া যাবে না 2DG ওষুধ?
DRDO এর মতে,
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে এমন রোগীদের অথবা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন যাঁরা তাঁদের করোনার এই ওষুধ দেওয়া যাবে না।
ARDS (শ্বাসকষ্টজনিত রোগ), হেপাটিক ও কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদেরকেও দেওয়া যাবে না 2DG ওষুধ।
গর্ভাবস্থায় বা সদ্য মা হয়েছেন যাঁরা তাঁদেরকেও দেওয়া যাবে না এই ওষুধ।
১৮ বছর বয়সের নীচে করোনা আক্রান্তদেরকেও দেওয়া যাবে না DRDO এর তৈরি করোনার ওষুধ।
কাদের দেওয়া যাবে 2DG ওষুধ?
DRDO এর মতে,
করোনা ভ্যাকসিন যেমন কোভিডকে আগেভাগেই ঠেকায় এই ওষুধ সেভাবে কাজ করে না। বরং 2-DG রোগী সুস্থতার গতি বাড়িয়ে দেয়। তাই করোনার চিকিৎসা চলাকালীন দেওয়া যাবে এই ওষুধ।
চিকিৎসকের পরামর্শ মেনে তবেই ব্যবহার কার যাবে।
অক্সিজেন লেভেল কমে গেলে ওষুধের প্রয়োগে আক্রান্তের দেহে অক্সিজেনের পরিমাণ বাড়াবে ।
মৃদু থেকে বেশি উপসর্গের ব্যক্তিদের অবস্থা যাতে খারাপের দিকে না যায় তাঁর জন্য দিতে হবে এই ওষুধ।
সর্বোচ্চ দশ দিনের জন্য এই ওষুধ প্রেসক্রাইব করা যাবে।
DRDO এর নোটিসে বলা হয়, রোগী ও তাঁর পরিবারকে জানানো হচ্ছে, তাঁরা যেন এই ওষুধের সুবিধা পেতে হাসপাতালের কর্তৃপক্ষকে Dr. Reddy's Lab এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।