নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তো ছিলই। এখন আবার সঙ্গে যোগ হয়েছে ডেল্টা প্লাস প্রজাতির ভাইরাসের আতঙ্ক। মধ্যপ্রদেশে যখন নয়া প্রজাতির করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক মহিলা, তখন দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে সাময়িক স্বস্তি মিলল। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের শনিবারের রিপোর্ট,  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১,১৮৩ জনের। তবে, সুস্থতার হারও কিন্তু অনেকটাই বেড়েছে। একদিনের সেরে উঠেছেন ৬৪ হাজার ৮১৮ জন।


 



এদিকে করোনা মোকাবিলায় দেশে টিকাকরণ কর্মসূচিও চলছে জোরকদমে। ভ্যাকসিন নিয়ে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্পষ্ট জানানো হল, করোনার টিকা নিতে পারবেন অন্তঃস্বত্ত্বারাও। তাঁদের শরীরের কোনওরকম খারাপ প্রভাব পড়বে না।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)