নিজস্ব প্রতিবেদন: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অসুখের মোকাবিলা করার ক্ষেত্রে পেঁপের জুড়ি মেলা ভার! পেঁপের একাধিক স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা প্রায় সকলেই কম-বেশি জানি। কিন্তু পেঁপে পাতাও মোটেই ফেলনা নয়! জন্ডিস থেকে ডেঙ্গি এমনকি ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও পেঁপে পাতা অত্যন্ত উপকারী! আসুন জেনে নেওয়া যাক পেঁপে পাতার বেশ কয়েকটি আশ্চর্য ঔষধি গুণ...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) পেঁপে পাতার রস রক্তে প্লেটেলেটের সংখ্যা দ্রুত বাড়াতে সাহায্য করে। ডেঙ্গি হলে রক্তে প্লেটেলেটের সংখ্যা দ্রুত হারে কমতে থাকে। এই পরিস্থিতির মোকাবিলায় পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী।


২) ব্রণর সমস্যা কিছুতেই কমছে না? শুকনো পেঁপে পাতা জলের সঙ্গে বেটে ত্বকের ব্রণ আক্রান্ত অংশের উপরে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে নিন। এই ভাবে পর পর ৪-৫ দিন শুকনো পেঁপে পাতা বেটে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগালে ফল পাবেন হাতে নাতে।


৩) পেঁপে পাতা করোনারি হার্ট ডিজিজ-সহ হৃদযন্ত্রের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি (নিয়াসিন), সি আর পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী!


৪) ‘এইচ পাইলোরি’ নামের এক প্রকার ব্যাকটিরিয়া যা মূলত পাকস্থলিতে ঘা বা ক্ষত সৃষ্টি (আলসার) করে, পেঁপে পাতায় থাকা ‘কারপেইন’ তা ধ্বংশ করতে সাহায্য করে।


৫) পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণ প্যাপেইন, প্রোটিজ এনজাইম এবং অ্যামাইলেইজ এনজাইম যা গম জাতীয় খাবারে থাকা গ্লুটেন ভেঙ্গে তা দ্রুত হজম করতে সাহায্য করে। পেঁপে পাতার রস কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে।


আরও পড়ুন: শ্রবণশক্তি দীর্ঘদিন অক্ষুন্ন রাখতে চকোলেট খান, লাগবে না হিয়ারিং এড!


৬) ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, পেঁপে পাতায় রয়েছে ‘অ্যাচেটোজেনিন’ নামের এক প্রকার উপাদান যা ক্যান্সার কোষকে নষ্ট করে ফেলতে সক্ষম। শুধু তাই নয়, কোমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতেও পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী।