নিজস্ব প্রতিবেদন: ধাপে বিধিনিষেধ শিথিল হচ্ছে রাজ্যে। তবে, নাইট কার্ফু জারি রয়েছে এখনও, বন্ধ লোকাল ট্রেনও। গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৮ পরগনা। একধাক্কায় সংক্রমণ অনেকটা বাড়ল কলকাতায়। মৃত ৭।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টার রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন  ৬৪৬ জন। উত্তর ২৪ পরগনার আক্রান্তের সংখ্যা সর্বাধিক, ৮৮। দ্বিতীয় স্থানে কলকাতায়। একদিনে শহরে সংক্রমিত হলেন  ৮৬ জন। তৃতীয় স্থানে হুগলি, চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। বস্তুত, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বাকি জেলাগুলিতেও কম-বেশি নতুন আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। 


আরও পড়ুন: ​COVID-19: সর্দি-কাশির মতোই ক্রমশ 'সাধারণ রোগে' পরিণত হবে করোনা, জানাচ্ছে গবেষণা


এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। মৃত্যুর নিরিখে শীর্ষে সেই উত্তর ২৪ পরগনাই। কলকাতায় অবশ্য কারও মৃত্য়ু হয়নি। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৬০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১২,২১৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,৯৪,০৭৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)