নিজস্ব প্রতিবেদন: ভারতে আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। এই সংক্রমণের বৃদ্ধি বন্ধ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পরীক্ষা এবং আইসোলেশন। এরই মাঝে এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে তারা আরটিপিসিআর টেস্টের একটি নতুন কিট তৈরি করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে তারা ডায়াগনস্টিক ফার্ম জেনিস্টুমির সঙ্গে মিলে কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট কিট চালু করেছে। সংস্থার তরফে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে যে তারা কোভিড -১৯ আরটি পিসিআর টেস্ট কিট প্রবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ডায়াগনস্টিক পণ্যগুলি বৃদ্ধি করছে।


সংস্থার তরফে ভারতে এই টেস্ট কিট বিতরণ করা হবে। আরও জানানো হয়েছে যে ICMR এই কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। জানানো হয়েছে যে এই কিটের মাধ্যমে মাত্রও ৪৫ মিনিটে পরীক্ষার ফলাফল জানা সম্ভব হবে।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের ২২৮৮ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। সোমবারের তুলনায় ২৮.৬ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হয়েছে। সোমবার ভারতে করোনা ভাইরাসের ৩,২০৭ টি নতুন কেস পাওয়া গেছে। 


আরও পড়ুন: Coronavirus: করোনায় স্বস্তির আবহ দেশে, ১ হাজার আক্রান্ত কমল ১ দিনে


সক্রিয় কোভিড -১৯ সংখ্যা হ্রাস পেয়েছে এবং ১৯৬৩৭ হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনার কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনার কারনে মৃতের সংখ্যা হয়েছে ৫২৪,১০৩। ভারতে আরোগ্যলাভের হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ০.৪৭ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭৯ শতাংশ।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)