ওয়েব ডেস্ক: আপনি দেখতে সুন্দর কিনা, তা তো আর আপনার হাতে নেই! তবে বাকি বেশ কিছু এমন ‘ফ্যাক্টর’ রয়েছে যা একজন পুরুষকে মহিলাদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেটিং সাইট ‘ভিক্টোরিয়া মিলান’ এক সমীক্ষা চালায়, যেখানে ৫০০০-এরও বেশি এমন মানুষ অংশগ্রহণ করেন যাঁরা প্রত্যেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। ১২টি দেশের মহিলা-পুরুষ এই সমীক্ষার অংশ ছিলেন। এবং সমীক্ষার মূল বিষয় ছিল ‘শরীরের গন্ধ’। অর্থাৎ, প্রত্যেক মানুষেরই এক নিজস্ব গন্ধ রয়েছে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বা বিকর্ষণ করে। 


সমীক্ষার তথ্য অনুয়ায়ী, মোট অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ৫৩% জানিয়েছেন যে তাঁদের এমন পুরুষ পছন্দ, যাঁরা কোনও পারফিউম ব্যবহার করেন না। অন্য এক তথ্যে দেখা গিয়েছে যে, ৭৮% মহিলারই অপছন্দ যে সব পুরুষের গায়ে দুর্গন্ধ রয়েছে। আপনি কী জানেন আপনার খাদ্যাভ্যাসই বলে দেবে আপনার শরীরী ঘ্রাণ কেমন হবে!


এক নজরে দেখে নিন কী কী খেলে আপনার শরীরী ঘ্রাণ আকর্ষণীয় হবে?


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে সকল পুরুষরা অধিক পরিমাণে শাক-সবজি ও ফল খান, তাঁদের শরীরী ঘ্রাণেই বেশি আকৃষ্ট হন মহিলারা।যাঁরা বেশি শাক-সবজি খান, তাঁদের ত্বকে  ক্যারোটেনয়েড বেশি মাত্রায় জমা হয়। ত্বকে ক্যারোটেনয়েডের মাত্রাই শরীরী ঘ্রাণে পার্থক্য গড়ে। বিজ্ঞানীদের মতে, বিবর্তনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে মানবদেহ থেকে নিঃসৃত ঘাম স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে তা সঙ্গী খুঁজতেও বহুলাংশে সাহায্য করে থাকে।