করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে দিনে ১০ বার করুন এই ট্রিটমেন্ট
প্রত্যেকে যাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। শুধুমাত্র ক্রমান্বয়ে নিয়েছেন স্টিম ও জল।
নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ। ক্রমশ বাড়ছে সেই সংখ্যা। টানা বেশ কিছুদিন ধরে ১.৫ লক্ষের উপর রয়েছে সংক্রমণ। সতর্ক না হলে সামনে থেকে বড় বিপদ বলেছেন বিশেষজ্ঞরা। এই সময় বাড়িতে থেকে সতর্কতা অবলম্বন করুন।
নাক দিয়ে জল টানুন অথবা স্টিম গ্রহণ করুন। যদি আপনি করোনা আক্রান্ত হয়ে যান তারপরও এই ট্রিটমেন্ট জারি রাখা পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ নীলেশ জোগাল। তিনি জানিয়েছে, তার কাছে প্রায় ৪০০০ জন কোভিড রোগী এসেছিলেন। প্রত্যেকে যাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। শুধুমাত্র ক্রমান্বয়ে নিয়েছেন স্টিম ও জল।
নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে ফেলতে হবে। প্রত্যেক দিন নিয়ম করে দু-বার করে দিনে ১০ বার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।