নিজস্ব প্রতিবেদন: বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)। তিনি জানিয়েছেন, ইউরোপের দেশগুলিতে অবস্থার কিছুটা উন্নতি হলেও বিশ্বের সামগ্রিক করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। গত রবিবার বিশ্বের মোট করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮ জুন, সোমবার জেনেভায় WHO-এর সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টেড্রস আধানম জানান, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রবিবার বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের ৭৫ শতাংশই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বাসিন্দা! বর্তমানে করোনা সংক্রমণের দৈনন্দিন ছবিটা আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ক্রমশ ভয়াবহ হচ্ছে।


WHO-এর ডিরেক্টর জেনারেল জানান, ৭ জুন একদিনে ১ লক্ষ ৩৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে এটা সর্বোচ্চ। এই দেশগুলিতে আত্মতুষ্টি বা করোনা সম্পর্কে ভুল ধারণাই বর্তমান পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।


আরও পড়ুন: ভারতের কনটেনমেন্ট জোনের প্রায় ৩০% মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত! জানাল ICMR


টেড্রস আধানম জানান, করোনার মোকাবিলায় বিশ্বের ১২৬টি দেশে মোট ১২৯ মিলিয়ন (১২ কোটি ৯০ লক্ষ) পিপিই কিট পাঠানোর ব্যবস্থা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই ১১০টি দেশে ৫০ লক্ষ করোনা-রোধী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (মাস্ক, গ্লাভস ইত্যাদি) পাঠানো হয়েছে। WHO জানিয়েছে, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ৩৯০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।