ওয়েব ডেস্ক: সদ্যজাত শিশু প্রথম বর্জ্য দিতে পারে তার ভবিষ্যত বুদ্ধিমত্তার ধারনা। জানাচ্ছে নতুন একটি গবেষনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিশু যখন প্রথমবার মলত্যাগ করে তখন সেই বর্জ্যকে বলা হয় ম্যাকোনিয়াম। যদি ম্যাকোনিয়ামের মধ্যে ফ্যাটি অ্যাসিড ইথাইল এসটারস পাওয়া যায় তবে বলা যেতে পারে বয়ঃসন্ধিতে পৌঁছে শিশুর আইকিউ সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় মা যদি মদ্যপান করেন তবে শিশুর প্রথম মলে ফ্যাটি অ্যাসিড ইথাইল এসটারস পাওয়া যেতে পারে। জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর মিয়ঙ্গ মিন।


জার্নাল অফ পেডিয়াট্রিকসে প্রকাশিত গবেষনায় মিন জানিয়েছেন গর্ভাবস্থায় বাবা, মায়ের মদ্যপানের ওপর নজর রাখলে শিশুর আইকিউ সমস্যার অনেকটাই মোকাবিলা করা যায়। নব্বইয়ের দশকে জন্মানো ৪০০ জন শিশুকে নিয়ে টানা ২০ বছর ধরে করা হয়েছে এই গবেষনা। প্রথম দফায় ২১৬ জন শিশুর ম্যাকোনিয়াম পরীক্ষা করা হয়। পরে ৯, ১১ ও ১৫ বছর বয়সে তাদের আইকিউ পরীক্ষা দিতে হয়।