ওয়েব ডেস্ক: চল্লিশ বছর বয়স হলেই যে জীবন থেকে সব রঙ-রস ধীরে ধীরে ফিকে হয়ে যাবে, এই ভাবনাটা এবার পাল্টে ফেলুন। যৌনতার আসল সময় তো চল্লিশ থেকেই শুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কানাডায় ২৪০০ জন মধ্য বয়স্কের মধ্যে করা একটি সমীক্ষা থেকে উঠে আসছে যে তারা অত্যন্ত সক্রিয় যৌন জীবন যাপন করেন এবং একই সঙ্গে তা উপভোগও করেন পূর্ণ মাত্রায়।


সেক্স ইনফরমেশন অ্যান্ড এডুকেশন কাউন্সিল অফ কানাডা এবং কনডোম প্রস্তুতকারী সংস্থা ট্রোজানের যৌথ উদ্যোগে এই সমীক্ষা চলে ৪০ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে। আর তার থেকেই পাওয়া যাচ্ছে আরেকটা নতুন তথ্য- যেখানে শতকারা ৬৫ ভাগ মানুষ জানিয়েছেন যে তাদের শেষ যৌন অভিজ্ঞতা ছিল খুবই আনন্দদায়ক।


শতকরা ৬৩ ভাগের মতে তাঁরা যৌনজীবনে অভিনবত্ব আনার ব্যাপারেও যথেষ্ট এগিয়ে এবং নিজেদের 'অ্যাডভেঞ্চারাস' বলেও দাবী করেছেন তাঁরা।


তাহলে কি বুঝলেন? চল্লিশেই 'আসল খেলা' শুরু, তাই তো!