জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে জানতো জলে ডুবে স্নান করতে যাওয়াই কাল হবে ২ বছরের বাচ্চা উডরো টার্নার বান্ডির। মস্তিস্কে সংক্রমণ নিয়ে টানা ৭ দিন হাসপাতালে চরম যন্ত্রণায় ভুগেছিল ২ বছরের ওই শিশু। শেষপর্যন্ত ১৯ জুলাই মৃত্যু হয় আমেরিকার নেভাদার বাসিন্দা ওই শিশুটির। চিকিত্সকরা জানান, শিশুটির মস্তিস্কে সংক্রমণ হয়েছিল ভয়ংকর অ্যমিবা নেওগ্লারিয়া ফোলেরি। খুব সরল ভাবে বলতে গেলে, মানুষের মগজখেকো এক অ্যামিবার বাসা বেঁধেছিল টার্নারের মস্তিস্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-একুশের সমাবেশে যাচ্ছিলেন নুর! আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে পাল্টা ব্যাখ্যা স্ত্রীর


বিশেষজ্ঞরা বলছেন মজে যাওয়া পুকুরের জল, লেক, নদী, উষ্ণ ঝরনার জলে অবাধে বিচরণ করতে পারে ভয়ংকর এই অ্যামিবা(Naegleria Fowleri)। এই অ্যামিবা এতটাই ক্ষুদ্রাকার যে মাইক্রোস্কাপ ছাড়া দেখা অসম্ভব। সাধারণভাবে জলে থাকা ওই অ্যামিবা ঢোকে নাকের মধ্যে দিয়ে। তারপর তা সোজা পাড়ি দেয় মস্তিস্কে। এরপর শুরু হয় তার কাজ। ধীরে ধীরে এই অ্যামিবা খেতে শুরু করে মানুষের মগজ। এমনই সংক্রমণ এটি শুরু করে যে এটিকে মগজ খেয়ে ফেলাই বলছেন বিশেষজ্ঞরা। মস্তিস্কের টিস্যুকে আক্রমণ চালায় এই অ্যামিবা। এই সংক্রমণকে বলা হচ্ছে Primary Amebic Meningoencephalitis বা PAM ।


নেওগ্লারিয়া ফোলেরি নতুন কোনও অ্যামিবা নয়। এটি আবিস্কার হয় ১৯৬৫ সালে। সাধারণত উষ্ণ জলে থাকা এই অ্যামিবা মস্তিস্কে প্রবেশ করলে মস্তিস্কে প্রবল সংক্রমণ হয় ও তা ফুলে যায়। ক্রমে তা মস্তিস্কের টিস্যুগুলিকে খেয়ে ফেলে।


মস্তিস্কে এটির সংক্রমণ হলে কী হয়?


মাথা ধরা


ঘাড় শক্ত হয়ে যায়


খাবার ইচ্ছে চলে যায়


জ্বর


মাথাঘোরা


সংক্রমণ বেশি হলে রোগীর চোখের পাতা বন্ধ হয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, স্বাদ চলে যায় এবং হ্যালুসিনেশনও হতে পারে। ক্রমে তা মৃত্যুর মুখে ঠেলে দেয় রোগীকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)