ওয়েব ডেস্ক: এবার আর শুধু অতিরিক্ত খাবার কেলেই নয়, খাবারের গন্ধ শুঁকলেই আপনি মোটা হয়ে যেতে পারেন। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গবেষকরা জানাচ্ছেন, বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণা চালানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানে আকারে স্থূলকায় ইঁদুরদের ঘ্রাণশক্তি হ্রাস করে দেওয়া হয় কৃত্রিম উপায়ে। এবার সেই ইঁদুরদের হাই ক্যালোরি যুক্ত ডায়েট দেওয়া হলেও দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিকরকমভাবে কমে গিয়েছে। উলটোদিকে, আবার আকারে ক্ষীণকায় কিছু ইঁদুরদের লো ক্যালোরিযুক্ত ডায়েট দেওয়া হলেও শুধুমাত্র সুগন্ধী প্রয়োগ করার ফলে তাদের ওজন দ্বিগুণ হয়ে গিয়েছে, এমনটাও দেখা গিয়েছে।


ইঁদুরদের মতো একইরকম প্রভাব পড়তে পারে মানুষের শরীরেও। তাঁরাও ঘ্রাণশক্তির এমন অদ্ভূত আচরনের শিকার হতে পারেন। গবেষকদের মতে, ইঁদুরগুলির উপর যে পরীক্ষা চালানো হয়েছিল, সেই একই পরীক্ষা যদি মানুষের উপর চালিয়েও সফল হয়, তাহলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে।


স্মৃতিভ্রংশের লক্ষণগুলি জেনে নিন


মাত্র ৭৪৫ টাকা থেকে শুরু বিমান ভাড়া! অবশ্যই জানুন