ক্যানসার হল মারণ রোগ। এই রোগ নির্ণয় করা বেশ খরচসাপেক্ষ ব্যাপার। বায়োপসি রিপোর্ট, রক্ত পরীক্ষা, এক্স রে, এন্ডোস্কপি, আল্ট্রা সোনোগ্রাফি, সিটি স্ক্যান জাতীয় নানা কিছুর পর ক্যানসার রোগ নির্ণয় করা হয়। কিন্তু ক্যানসার রোগের লক্ষণ বোঝা যায় নিচের বিষয়গুলি থেকে--------বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ক্যান্সার কন্ট্রোল বোর্ড এই লক্ষণগুলিকে ক্যানসারের বিপদ সঙ্কেত বলে জানিয়েছে---


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বদহজম আর খাওয়ার গিলে খেতে কষ্ট হওয়া


২) পুরনো ঘা কিছুতেই না সারলে


৩) দ্রুত ওজন কমে যাওয়া


৪) তিলের আকার হঠাত্‍ পরিবর্তন হয়ে যাওয়া, মলমূত্র ত্যাগের হঠাত্‍ পরিবর্তন


৫) পুরনো কাশি বা ভাঙা গলার স্বর


৬) অস্বাভাবিক রক্তক্ষরণ বা স্রাব