নিজস্ব প্রতিবেদন: শিশুদের জন্মগত ককলিয়া জনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে রবিবার একটি সেমিনার আয়োজিত হতে চলেছে দক্ষিণ কলকাতায়। সেখানে হাজির থাকবেন শহরের নামজাদা নাক-কান-গলা বিশেষজ্ঞরা। ডেসিবেল হিয়ারিং ক্লিনিক নামে ওই সংস্থার দাবি, গত ১৮ বছরে ভারতে চল্লিশ হাজারের বেশি ককলিয়া প্রতিস্থাপন করে বধির শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানো গিয়েছে। বিশ্বজুড়ে সংখ্যাটা প্রায় ৫ লক্ষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লিভার সাফ রাখে কিশমিশের জল, জেনে নিন কীভাবে বানাবেন


ডেসিবেল হিয়ারিং ক্লিনিক নামে ওই সংস্থার শিবিরে রবিবার থাকবেন চিকিত্সক রবিনকুমার রায়চৌধুরী, অমিতাভ রায়চৌধুরী, এনভিকে মোহন, জয়তী সেনগুপ্ত, মানবেন্দ্র নারায়ণ ভট্টাচার্য ও কৃত্তিকা আয়াঙ্গার। গড়িয়াহাটে হোটেল পার্ক প্লাজায় দিনভর চলবে এই শিবির।