ওয়েব ডেস্ক : শরীরের একটা উপসর্গ ঠিক করতে গিয়ে দেখা গেল, বিপদ লুকিয়ে আরেক জায়গায়। আপনি হয়তো জানতেও পারছেন না, শরীরে এক সমস্যা দূর করার জন্য ওষুধ খাচ্ছেন, অন্যদিকে সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটি অঙ্গের। এমনই বিপজ্জনক ইঙ্গিত মিলল ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গবেষণা বলছে, হার্টের অসুখ, আলসার ও গ্যাস্ট্রিকে সাধারণভাবে যে সব ওষুধ প্রেসক্রাইব করা হয়, তাতে নিঃশব্দে মারাত্মক ক্ষতি হতে পারে কিডনির। যা থেকে কিডনি বিকল পর্যন্ত হতে পারে। কিডনির কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।


আরও পড়ুন, কাজের ফাঁকেই কীভাবে হাল্কা করে ঘুমিয়ে নেবেন?