ওয়েব ডেস্ক: যেসব অসুখের প্রকোপ ইদানিং ভীষণ ভাবাচ্ছে মানুষকে তার মধ্যে অন্যতম কিডনির অসুখ। কিডনির সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছলে কিডনি অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে। তথন কিডনি বদল করা ছাড়া আর কোনও উপায় থাকে না, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় 'রেনাল ট্রান্সপ্লান্টেশন'। কিন্তু কেন হয় কিডনির সমস্যা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমস্যা তৈরি হওয়ার কারণগুলো যদি জানা থাকে তাহলে অনেকটাই সচেতন হয়ে চলা যায় এই ভয়ানক রোগ থেকে। আসুন দেখে নিই কিডনি সমস্যার মূল কারণগুলো-


১) উচ্চ রক্তচাপ।


২) রক্তে অধিক পরিমান কোলেস্টেরল।


৩) ডায়াবেটিস বা মধুমেহ।


৪) বংশে কারও কিডনির সমস্যাও অনেক সময়ে কারণ হয়ে দাঁড়ায়।


৫) পলিসিস্টিক কিডনি ডিজিস- এই রোগের ফলে কিডনিতে সিস্ট গঠিত হয়।


আরও পড়ুন- ২২ বছর আগে ঢোকা ছুঁচ অপারেশন করে বের করলেন ডাক্তার


৬) দীর্ঘ দিন ধরে লিথিয়াম এবং নন-স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি (NSAIDs) ওষুধ খাওয়ার ফলেও সমস্যা তৈরী হয়।


৭) ওজন বাড়া ও ধুমপানও কিডনি সমস্যার একাটা অন্যতম কারণ।


৮) ষাট বা তার বেশি বয়সে অনেক ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়।


আরও পড়ুন- ডার্ক চকোলেটের 'ফেয়ার' গুণাবলী


সব শেষে বলার কথা একটাই, কিডনি বিকল হলে এর কোনও প্রতিকার নেই। নিয়ম মেনে খাওয়া দাওয়ার করলে ও মার্জিত জীবন যাপন করলে এই সমস্যার থেকে কিছুটা রেহাই মেলে মাত্র।