নিজস্ব প্রতিবেদন: করোনা কাঁটা হয়ে দাঁড়িয়েছে সুখী দাম্পত্য জীবনের যৌন সঙ্গমে। সাম্প্রতিককালের একটি গবেষণাপত্র এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। দেখা গিয়েছে, করোনা মহিলাদের থেকে বেশি হেনস্তা করছে পুরুষদের। কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, করোনার আঘাতে পুরুষদের টেস্টোস্টেরন ক্রমশ নেমে যাচ্ছে। ইমিউনিটি ভেঙে পড়ছে তাদের শরীরে। যার ফলে চরম পরিণতি দেখা দিচ্ছে। টেস্টোস্টেরন হরমোনের সল্পতা দেখা দিচ্ছে পুরুষদের শরীরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন যা এন্ড্রোজেন গ্রুপের। মানুষ সহ সকল স্তন্যপায়ী,পাখি  সরীসৃপ প্রাণীর শুক্রাশয়ে এটি উৎপন্ন হয়। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের শুক্রাশয় এবং নারীর ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়,যদিও স্বল্প পরিমাণ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটি প্রধান পুরুষ হরমোন যা শুক্রাশয়ের লিডিগ কোষ থেকে উৎপন্ন হয়।


পুরুষের জন্য টেস্টোস্টেরন প্রজনন অঙ্গ যেমন শুক্রাশয়  বর্ধনের পাশাপাশি গৌণ বৈশিষ্ট্য যেমন মাংসপেশি,শরীরের লোম বৃদ্ধি করে। পুরুষদের মাঝে টেস্টোস্টেরন বিপাক হার নারীদের তুলনায় ২০ গুণ বেশি। 


করোনার প্রভাব এই হরমোন তারতম্যে যৌনসঙ্গমে ব্যহত হচ্ছে পুরুষরা। কাম ইচ্ছা কে প্রশ্রয় দিতে এনার্জি পাচ্ছে না তারা।