নিজস্ব প্রতিবেদন: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল। দ্বিতীয় করোনার ঢেউয়ে এটাই প্রথম। গোটা বিশ্বে আমেরিকার পাশাপাশি  আক্রান্ত সংখ্যার এমনই ভয়ঙ্কর শুধুমাত্র ভারতে। ২৪ ঘণ্টায়  আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩৯ জন। যা মোট করোনা আক্রান্তের সংখ্যাকে পৌঁছে দিল প্রায় ১ কোটি ৪০ হাজারে। 
 
গত বছর একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেনি। পরিসংখ্যান বলছে করোনার প্রথম ঢেউয়ে এতটা ভয়াবহ হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ যে কতটা সাংঘাতিক তা স্পষ্ট আক্রান্তের সংখ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের দোরগোড়ায়। সুস্থ হওয়ার হার ৯৩.১৬ শতাংশ। সেখানে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁইছঁই। 


গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,০৩৮। ভ্যাকসিন নিয়েছে ১১,৪৪,৯৩,২৩৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লক্ষ।