ট্রায়ালের জন্য আগামী সপ্তাহেই ভারতে আসছে রাশিয়ার কোভিড ভ্যাকসিন Sputnik V
এখনও পর্যন্ত ওই ভ্যাকসিন নেওয়ার জন্য ১৮০ জন ভলান্টিয়ার নাম লিখিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন Sputnik V আগামী সপ্তাহে আসছে কানপুরে। মানবদেহে Sputnik V এর পরীক্ষা করা হবে কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে। এনিয়ে প্রয়োজনীয় অনুমতি মিলেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া থেকে।
আরও পড়ুন-অন্তিম শয়ানে 'অপু', শেষযাত্রায় সৌমিত্র, বাঁধভাঙা আবেগে চিরবিদায়
একুশ দিনের ব্যবধানে Sputnik V এর তিনটি ডোজ দেওয়া হবে ভ্যাকসিন গ্রহণকারী ভলান্টিয়াদের। তারপর তাদের ওপরে নজর রাখা হবে টানা ৭ মাস। এর মধ্যে তাদের শরীরের একাধিক বিষয় পরীক্ষা করে দেখা হবে।
আরও পড়ুন-বিদায় 'ফেলুদা', রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা, পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী সহ বাম নেতৃত্ব
কানপুরের ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আর বি কমল সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই ভ্যাকসিন নেওয়ার জন্য ১৮০ জন ভলান্টিয়ার নাম লিখিয়েছেন। তাদের কতটা ডোজ দেওয়া হবে তা ঠিক করবেন গবেষণার নেতৃত্ব থাকা সৌরভ আগরওয়াল। একটি ডোজ দেওয়ার পর পরীক্ষা করে দেখা হবে তাদের পরবর্তি ডোজ প্রয়োজন কিনা।