নিজস্ব প্রতিবেদন: চিন্তা ছিল তৃতীয় ঢেউয়ের। অক্টোবরেই আছড়ে পড়তে পারে করোনার থার্ড ওয়েভ এ সতর্কবার্তা ছিলই। তাই গত বছরের তুলনায় এবার আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। পুজোর মরসুমেও টিকাকরণ চলেছে জোরকদমেই। নমুনা পরীক্ষাও হয়েছে পাল্লা দিয়ে। ফলে আপাতত নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে আক্রান্ত ও মৃত্যু হার কমেছে অনেকটাই, যা স্বস্তিদায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। গত ২৪ ঘণ্টায় ফের কমল মৃতের সংখ্যাও। একদিনে করোনা ভাইরাস হানায় প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার কোপে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের। 


আরও পড়ুন, Covid-19: রাজ্যে ফের উর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়


স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে এদিন করোনার দৈনিক সংক্রমণের হারে একলাফে ১১.৪৮ শতাংশ কমেছে। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯। দেশে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.০৮ শতাংশ। দেশে মোট ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০ জন করোনার টিকা পেয়েছে।


অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০ জন। সেই তুলনায় শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)